Breaking News

“এক বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! উত্তরবঙ্গে উপদেষ্টা নাই”

সেন্ট্রাল ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নতুন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন শপথ নিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন তারা।

শপথ নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। সেই আলোচনায় যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শপথ নেয়ার পরপরই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকউন্টে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দেন তিনি।

ওই পোস্টে লেখেন, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই!’

অন্তর্বতীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে একে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুর্নবাসন’ হিসেবে মন্তব্য করতে দেখা গেছে।

এবার সমন্বয়ক সারজিস আলমও প্রশ্ন তুললেন। তিনি ওই পোস্টে আরও বলেন, ‘তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!’

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪।

About Admin

Check Also

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মবার বিকেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.