Breaking News

অফিসে কাজ করতে করতে ঘুমিয়েই লাভ ৪০ লক্ষ টাকা! বিশ্বাস হচ্ছে না তো…

অফিসে কাজ করতে করতে ঘুমিয়েই লাভ ৪০ লক্ষ চাইনার এক ব্যক্তি, যিনি লেট পর্যন্ত কাজ করার ফলে নিজের ডেস্কেই ঘুমিয়ে পড়েছিলেন। প্রায় ঘণ্টাখানেকের ন্যাপ তিনি নিয়েছিলেন। এই বিষয়টি নজরকারে এইচআর-এর। যারফলে তাঁকে কাজ থেকে বার করে দেওয়া হয়।

অফিসে কাজ করতে করতে ঘুমিয়েই লাভ ৪০ লক্ষ টাকা! বিশ্বাস হচ্ছে না তো…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকুরীজীবী মানুষেরা সারাদিনের কাজের পর যখন বাড়ি ফেরেন অনেকেই চটজলদি ঘুমিয়ে যান। আবার অনেকেরই ঘুম সম্পূর্ণ না হওয়ার ফলে কাজ করতে করতেই ঢুলতে থাকেন। কমবেশি সমস্ত চাকুরীজীবী মানুষেরাই এই ঘুম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। ফলে অনেকেই কাজ করতে করতে ঘুমিয়ে পরেন বা ঢুলতে থাকেন। ফলে বস বা ম্যানেজারের কাছে বকাও খেতে হয়। কিন্তু এবার থেকে কাজের জায়গায় ঘুমালেই আপনি পেতে পারেন লক্ষাধিক টাকা! বিশ্বাস হবে?। এমনই কিছু বিরল ঘটনা ঘটেছে চাইনার এক চাকুরীজীবীর সঙ্গে।

চাইনার এক ব্যক্তি, যিনি লেট পর্যন্ত কাজ করার ফলে নিজের ডেস্কেই ঘুমিয়ে পড়েছিলেন। প্রায় ঘণ্টাখানেকের ন্যাপ তিনি নিয়েছিলেন। এই বিষয়টি নজরকারে এইচআর-এর। যারফলে তাঁকে কাজ থেকে বার করে দেওয়া হয়। হাতে কাজ থাকা সত্ত্বেও কীভাবে ব্যক্তি ঘুমিয়ে পড়লেন সেই কারণেই তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। আপনি কী ভাবছেন ঘুমের চক্কোরে কাজ হারিয়ে জীবনের সবচেয়ে লোকসান করলেন ব্যাক্তি? একদমই না! বরং এক ঘণ্টা ঘুমের ফলে তিনি পেলেন ৩ লক্ষ ৫০ হাজার ইয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লক্ষ টাকা)। কিন্তু কীভাবে?

দক্ষিণ-পূর্ব চাইনার এই ব্যক্তি যার নাম জ্যাং তিনি একটি কেমিক্যাল কোম্পানির ডিপার্টমেন্টাল ম্যানেজার। তাঁর হাতে প্রচুর কাজ থাকার কারণে মাঝরাত পর্যন্ত তাঁকে অফিসেই কাজ করতে হয় ফলে ক্লান্ত হয়ে পরেন তিনি। কিন্তু কোম্পানি তাঁকে বার করে দিলে তিনি তখন চাইনার কোর্টে মামলা দায়ের করেন। সেখানে উল্লেখ করেন তিনি কর্মক্ষেত্রে ঘুমিয়ে যাওয়ার কারণে তাঁকে বার করে দেওয়া হয় কাজ থেকে। সেই মামলায় জ্যাং-এর ফেভারে যায় রায়। সেখানেই তিনি ৩ লক্ষ ৫০ হাজার ইয়ান ক্ষতিপূরণ হিসেবে পান।টাকা! বিশ্বাস হচ্ছে না তো…

About Admin

Check Also

কেন সাদকে নিজের মায়ের খুনি বানানো হলো?

বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুনকে (৫০) হত্যার পর ফ্রিজে রাখার অভিযোগে তার ছেলে সাদ বিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.