Breaking News

নুর হোসেন আর নেই, ২৭ ঘণ্টা পর তার ম-র-দে-হ মিলল পাবলিক টয়লেটে!

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে ২৭ ঘণ্টা পর নুর হোসেন (৪৫) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে সৈকতের পর্যটন পার্ক-সংলগ্ন টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে তার বন্ধু একটি দোকানে চা খেতে বসেন। এ সময় তিনি তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খবর না পেয়ে পুলিশকে জানান। বিকেলে এক পর্যটক দম্পতি ওই টয়লেটে প্রবেশ করে ভেতর থেকে অনেক সময় দরজা বন্ধ দেখতে পান তারা। পরে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের ওপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখে।

পাবলিক টয়লেটের ইজারাদার মোহাম্মদ জলিল চুকানি বলেন, কুয়াকাটায় রাস মেলা থাকায় বাড়তি পর্যটকদের চাপ ছিল, তাই আমরা কে কখন ঢুকেছে খেয়াল রাখতে পারিনি। তার স্বজনরা যখন খুঁজতে এসেছে তখন পুরুষ টয়লেটগুলোতে খোঁজ করা হচ্ছিল। কিন্তু তিনি ছিলেন মহিলা টয়লেটে। সেজন্য আমরা দেখতে পাইনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র : ঢাকা পোস্ট

About Admin

Check Also

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মবার বিকেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.