Breaking News

মানব শরীরের কোন অঙ্গটি জন্মের পর আসে আবার মৃ’ত্যুর আগে চলে যায়?

আমরা সবাই কম বেশি জানি। কিন্তু কেউ দাবি করতে পারি না যে ‘আমি সব জানি’। কারণ সব কিছু জানাটা মোটেও সম্ভব নয়। আর তার থেকেও বড় কথা বুদ্ধি। বুদ্ধিতেও আমরা কেউ দাবি করতে পারবো না যে ‘আমি সেরা’। কারণ এমন অনেক সময় অনেক ব্যাপার আসে যেখানে তাবড় তাবড় বুদ্ধিমানকেও হার মানতে হয়।

তেমনই আজ আপনাদের এমনই কিছু প্রশ্নের কথা বলবো যা শুনলে আপনিও উত্তর দিতে হিমসিম খেয়ে যাবেন। আর যখন তার উত্তর শুনবেন তখন মনে হবে যে এত সহজ ছিল প্রশ্নটা।আমরা যারা চাকরির পরীক্ষা দিই, তারা এই ব্যপারটার সাথে সবাই কম বেশি অবগত।

চাকরির পরীক্ষায় যেমন অংক, ইংরাজি, জেনারেল নলেজ থাকে তেমনই থাকে জেনারেল ইন্টেলিজেন্সি বলে একটি পেপার। উপরের তিনটি মুখস্থ ও ফর্মুলা দিয়ে করা গেলেও এই টপিকটার কোন ফর্মুলা নেই।যার মস্তিষ্ক যত তীক্ষ্ণ সেই দিতে পারবে এইসব প্রশ্নের উত্তর। আর এই প্রশ্নগুলো যেভাবে দেওয়া হয় তাতে আপনি যেভাবে ভাববেন ঠিক তার উলটো উত্তর হবে যা আপনি ভাবতেও পারবেন না।

বড় বড় পরীক্ষায় কিংবা ইন্টারভিউতে এমন এমন ইন্টেলিজেন্সির প্রশ্ন আসে যা দেখে অবাক তো হতেই হয় তাছাড়াও প্রশ্নের ধরন দেখে অশ্লীল মনে হয়। কিন্তু উত্তর দেখে নিজেকে অপরাধী মনে হয়, তাছাড়াও মনে হয় “ইশশ আমি কি বোকা”।

আসুন তবে দেখে নিই সেইসব কিছু প্রশ্ন ঃ-
প্রশ্ন ১। ভারতের ক্ষেত্রফলের দিক থেকে সব থেকে বড় রাজ্য কি ?উত্তরঃ আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য। কিন্তু এটা একটু ঘুরিয়ে দিয়েছে। যারা বুদ্ধিমান, মুখস্থ না করে বুঝে পড়ে তারাই পারবে। উত্তর রাজস্থান।

প্রশ্ন ২। মেয়েদের শরীরের কোন জিনিস আমরা খেতে পারি ?উত্তরঃ প্রশ্ন শুনে প্রথমে আমাদের মনে অশ্লীল ভাবনা আসলেও এটির উত্তর শুনলে আপনি তাজ্জব তো হবেনই, তাছাড়া বোকা বেনে যাবেন। এই প্রশ্নের উত্তর হল ঢ্যাঁড়শ। যা ইংরাজিতে আমরা lady finger বলে জানি।এর পর যে প্রশ্নটা করতে যাচ্ছি তার জন্য আপনাকে নিজের একটু বুদ্ধি খাটাতে হবে। কারণ এই প্রশ্নটি এমনভাবেই ঘুরিয়ে করা হয়েছে যে, উত্তর দেওয়া অতটা সহজ নয়। আসুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন ৩। শরীরের কোন অঙ্গ জন্মের পর আসে আবার মৃত্যুর আগে চলে যায় ?উত্তরঃ প্রশ্ন শুনে অবাক হলেও উত্তর কিন্তু জলের মতো সোজা। এই প্রশ্নের উত্তর শুনল আপনি আর নিজেকে বুদ্ধিমান ভাবতে সাহস পাবেন না। উত্তরটি হল দাঁত, যা জন্মের প্রায় ৬ মাস পর থেকে উঠতে শুরু করে এবং বৃদ্ধ হলে তা পরে যায়।অবাক করা এই প্রশ্নগুলি সত্যিই বুদ্ধির পরীক্ষার জন্য বেশ কঠিন।

About Admin

Check Also

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্তন ক্যা”ন্সার, প্রত্যেক মেয়েদের পড়া উচিৎ

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্তন ক্যান্সার #প্রত্যেক মেয়েদের পড়া উচিৎ বর্তমানে সারা বিশ্বের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.